খুলনায় শিশু রাকিবকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার দায়ে আদালত দু'জনকে ফাঁসির আদেশ দেওয়ার পরও এ ধরণের বর্বরতা কমছে না। চলতি বছর একই কায়দায় কেবল নারায়ণগঞ্জেই দুই শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সর্বশেষ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কমপ্রেসার মেশিন দিয়ে পায়ুপথে বাতাস ঢুকিয়ে ইয়ামিন(১৬) নামে এক শিশুকে হত্যাকে হত্যা করা হয়েছে।
বুধবার দিবাগত রাত পৌনে ১২টায় উপজেলার মহাজনপুর এলাকার একটি স্পিনিং কারখানায় এ ঘটনা ঘটে। এর আগে, গত ২৪ জুলাই নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় একটি সুতার কারখানায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে সাগর বর্মণ (১০) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠে।
নিহত শিশু ইয়ামিন জেলার আড়াইহাজার উপজেলার শাজাহান মিয়ার ছেলে। ঘটনার পর তাকে স্প্রিং মিল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে সহকর্মীরা।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, শিশুটিকে ঢামেকে আনার পর রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। তার পেট অস্বাভাবিকভাবে ফোলা ছিল। কমপ্রেসার মেশিন দিয়ে শিশুটির পেটে বাতাস ঢোকানো হয়েছে বলে তার সঙ্গে থাকা সহকর্মীরা অভিযোগ করে।
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে ১৩ বছরের শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। এ হত্যার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তোলপাড় ও ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনার মাস না ঘুরতেই ৩ অগাস্ট খুলনার টুটপাড়া কবরখানা মোড়ে এক ওয়ার্কশপে মোটরসাইকেলে হাওয়া দেওয়া কমপ্রেসার মেশিনের মাধ্যমে মলদ্বারে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয় ১২ বছরের শিশু রাকিবকে। আলোচিত এই দুই হত্যাকাণ্ডের দায়ে মোট ছয় জনকে ফাঁসির রায় দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/১৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব