ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ কেন্দ্রীয়, নারায়ণগঞ্জ জেলা, মহানগর, থানা এবং ওয়ার্ড নেতাদের নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে সর্বশক্তি দিয়ে মাঠে নামতে নিদের্শ দিয়েছেন। তিনি বলেছেন, সর্বশক্তি দিয়ে মাঠে নামুন। বিজয়ের মাসে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী করে ঘরে ফিরুন। তিনি বলেন, ছাত্রলীগের সব পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্ব প্রতিটি ভোটারের ঘরে ঘরে যান এবং স্বাধীনতার প্রতীক, গণতন্ত্রের প্রতীক, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতীক, দেশরত্ন শেখ হাসিনার প্রতীক নৌকা মার্কায় ভোট চান।
আজ বিকালে নারায়ণগঞ্জের শহীদ নগরসহ বিভিন্ন এলাকায় ছাত্রলীগের কেন্দ্রীয়, জেলা, মহানগর, থানা ও ওয়ার্ড নেতাদের নিয়ে বৈঠকে তিনি এই নিদের্শনা দেন।
ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, বিজয়ের মাসে নৌকার প্রার্থীকে বিজয়ী করা হবে আমাদের দ্বিতীয় বিজয়। এই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি। সেই নারায়ণগঞ্জের মানুষ আগামী ২২ তারিখে নৌকাকেই বেছে নেবে।
ছাত্রলীগ সভাপতি আজ বিকালে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ২৭টি ওয়ার্ডের জন্য পৃথক ২৭টি কমিটি গঠন করে দেন। এই কমিটির নেতারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত নৌকার পক্ষে ভোট প্রার্থনা করবেন।
বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ