আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। আর এর কারণ হিসেবে তিনি বলেন, প্রথমত বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকারের ৭ বছরের ধারাবাহিক উন্নয়ন এবং মেয়র প্রার্থী আইভীর বিগত ১৪ বছরে পৌরসভা ও সিটি করপোরেশনে সফল ও সততার সঙ্গে দায়িত্ব পালন।
রবিবার বিকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পাঁচটি (১২, ১৩, ১৪, ১৫ ও ১৬ নম্বর) ওয়ার্ডে নৌকার পক্ষে প্রচারণায় ছাত্রলীগ সভাপতি আরও বলেন, যেখানেই যাচ্ছি সেখানেই ব্যাপক সাড়া মিলছে। আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জবাসী নৌকার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করবে।
কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগের সঙ্গে প্রচারণায় অংশ নেন কেন্দ্রীয় ছাত্রলীগসহ ঢাকা মহানগর ও স্থানীয় নেতা-কর্মীরা। এ সময় ভোটারদের হাতে নৌকা মার্কার লিফলেট বিতরণ করা হয়।
প্রচারণায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান রনি, সাইদুর রহমান সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মো. নিজামুল ইসলাম, সায়েম খান, উপ-সম্পাদক মোহাম্মদ হোসাইন, সব্যসাচী হালদার লিটু, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক দেবাশীষ দাস, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব