কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দয়াপুর এলাকায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অ্যাডভান্স সিএনজি ফিলিং স্টেশনের অপর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের সবাই পুরষ ও লেগুনার যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসঅাই) আব্দুস সালাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দয়াপুর বাজারের কাছে একটি পিকআপ দুর্ঘটনায় পড়লে এর চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। মরদেহগুলো উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
দয়াপুরের হোটেল ব্যবসায়ী প্রত্যক্ষদর্শী ফিরোজ আহমেদ বলেন, মুরগিবোঝাই একটি পিকআপ রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক এসে ধাক্কা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/ ২৩ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম