নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওবায়েদুল্লাহর বাড়িতে ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।
সোমবার বিকেলে তার দেওভোগের বাড়িতে এ হামলা চালানো হয়।
হামলার সময় দু’টি ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ করা হলে দু’টিই অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে সন্ধ্যায় পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনা জানিয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ককটেল সদৃশ বস্তুটি সদর মডেল থানায় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।