রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ার আবুল হোটেলের সামনে আজ সকালে সড়ক দুর্ঘটনায় রাকিব বখতিয়ার (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত বখতিয়ার বেসরকারি প্রতিষ্ঠান আহসান উল্লাহ পলিটেনিক ইন্সটিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাটি আমরা খতিয়ে দেখছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার