রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল কাউন্সিল অফিসের সংলগ্ন থেকে আজ দুপুর ১২টার দিকে মো. কাজল (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। নিহত কাজল মাতুয়াইল এলাকার মৃত খলিল মিয়ার ছেলে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, তদন্তের স্বার্থে এখন বিস্তারিত বলা যাচ্ছে না। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার