গৃহশ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। আজ বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক আয়োজিত ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’ প্রণয়নের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।
মুজিবুল হক বলেন, ‘গৃহশ্রমিকরা নানা নির্যাতন ও অবজ্ঞার শিকার হয়ে জীবিকা নির্বাহ করে। গৃহশ্রমিক নির্যাতন একটি সামাজিক ক্ষত হিসেবে ছড়িয়ে পড়ছে। এ ক্ষত থেকে বের হয়ে আসতে সকলকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হতে হবে।’
তিনি বলেন, গৃহশ্রমিকদের সুরক্ষা ও কল্যাণার্থে বর্তমান সরকারের পূর্ণাঙ্গ আইন প্রণয়নের প্রাথমিক ধাপ হিসেবে এ নীতি একটি মাইলফলক। এ নীতিমালা শিগগিরই আইনে বাস্তবায়ন করা হবে।
চুন্নু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহশ্রমিকদের সন্তানদের যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায় তাদের জন্য সর্বোচ্চ ৩ লাখ টাকা এবং জেনারেল লাইনে শিক্ষিত করতে চাইলে ৫০ হাজার টাকা সহযোগিতা করবে। এছাড়া কোন গৃহশ্রমিক গর্ভবতী হলে তাকে মাতৃত্বকালীন নানা সহযোগিতা করা হবে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) চেয়ারম্যান হাবিবুর রহমান সিরাজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইসলাফিল আলম, ডা. ওয়াজেদুল ইসলাম খান।
পরে প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
শ্রম ও কর্মসংস্থান মস্ত্রণালয় গৃগশ্রমিকদের অধিকার সুরক্ষায় ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫’ প্রণয়ন করে যা ২০১৬ সালের ৪ জানুয়ারি গেজেট আকারে প্রকাশিত হয়। নীতির নির্দেশনা অনুযায়ী নীতিটি বাস্তবায়নের জন্য শ্রম ও কর্মসংস্থান মস্ত্রণালয় ইতোমধ্যে ‘কেন্দ্রিয় মনিটরিং সেল’ গঠন করেছে যেখানে নেটওয়ার্ক প্রতিনিধিরা সম্পৃক্ত রয়েছেন।
অনুষ্ঠানে ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২শ’ গৃহশ্রমিক অংশ নেন।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৬/এনায়েত করিম