নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠককালে সিলেটে বিপুল পরিমাণ জিহাদী বইসহ জামায়াতের ৫ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোর রাতে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানান জকিগঞ্জ থানার উপপরিদর্শক ইমরোজ তারেক।
গ্রেফতারকৃতরা হলেন জকিগঞ্জ পৌর জামায়াতের আমির হেলাল আহমদ, জকিগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি ইউনিয়ন মেম্বার আজিজুর রহমান, কাজলশাহ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা খলিল আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমদ ও সুলতানপুর ইউনিয়ন জামায়াত নেতা মাস্টার আবুল কালাম আজাদ।
উপপরিদর্শক ইমরোজ তারেক জানান, নাশকতার উদ্দেশ্যে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম এলাকার চারগ্রামে পৌর জামায়াতের আমির হেলাল আহমদের নেতৃত্বে গোপন বৈঠক চলছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় ৫ নেতাকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জিহাদী বই ও সরকার বিরোধী লিফলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলাও রয়েছে বলে জানান এসআই তারেক।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব