আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ৫ জানুয়ারির পর খালেদা জিয়াকে জনগণ উপাধি দিয়েছে অগ্নিবোমা নেত্রী, পেট্রোল বোমা নেত্রী। আমরা হলিউডের হরর মুভি দেখি, বাস্তবের এই মুভির নায়িকা খালেদা জিয়া। ৫ জানুয়ারির পর তিনি যে কর্মকাণ্ড করেছেন, তাতে আর আমাদের হরর মুভি দেখতে হয় না। তাকে দেখলেই হয়।
বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর রাসেল স্কয়ারের ধানমন্ডি ৩২ নম্বর প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে খালেদা জিয়া ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিলেন। কিন্তু তার অপপ্রচেষ্টা সফল হয়নি। তাকে জনগণ প্রত্যাখ্যান করেছেন।
সমাবেশ মঞ্চে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম, মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, দীপু মণি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।