চট্টগ্রাম নগরীর আছাদগঞ্জে অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকায় ক্যামিকেল কারাখানায় জেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে কোন অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকায় ২ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান মুক্ত এ অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, আছাদগঞ্জে বিভিন্ন ক্যামিকেলের প্রায় ১০০ দোকান রয়েছে। এসব প্রতিষ্ঠানের অধিকাংশেরই কোন ফায়ার লাইসেন্স নেই বা লাইসেন্স নবায়ন করা নেই। এসব গুদামের পাশে অনেক ঝুঁকিপূর্ণ দোকান ও বসতঘর। কোন কারণে এ এলাকায় অগ্নিকাণ্ড হলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে।
বিডি প্রতিদিন/এ মজুমদার