নাসিকের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর যুবদলের আহ্বয়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে নগরীর ডিআইটি এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
বিকেলে মহানগর যুবদল নগরীর ডিআইটি এলাকা থেকে মিছিল বের করলে পুলিশ প্রথমে মিছিলে বাধা দেয়। পরে যুবদল নেতা কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হলে পুলিশ মিছিলে লাঠিচার্জ করে এবং কাউন্সিলর খোরশেদসহ ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্যরা হলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রানা মুজিব, আল আমিন ও বাদশা মিয়া।
যুবদল নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জেলা বিএনপির সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য তৈমুর আলম খন্দকারের ছোট ভাই।