প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির মামলায় আত্মসমর্পণকারী দুই আসামিকে ফের ৭ দিন করে রিমান্ডে নেওয়ার অনুমাতি দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম সাজ্জাদুর রহমান রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে আসামিদের সাত দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজমের পরিদর্শক মাহবুব আলম ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ফের দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক সাত দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। এরআগে ২২ ডিসেম্বর আসামি প্রকৌশল কর্মকর্তা এসএম রোকনুজ্জামান ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে ২৮ ডিসেম্বর এ দুই আসামিদের সাত দিন করে রিমান্ডে পেয়েছিল পুলিশ।