খুলনায় পিকনিকের বাস খাদে পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত দুই ব্যক্তি হলেন রফিকুজ্জামান ও জহুরুল। বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে জেলার রূপসা উপজেলার তিলকের খুলনা-বাগেরহাট মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। গাড়িটিতে ৪০ জন যাত্রী ছিলেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে কুয়াকাটায় পিকনিকের দুটি বাস যাচ্ছিলো। এর মধ্যে একটি বাস রূপসা সেতু পার হয়ে তিলক এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ২ জন মারা যান। গুরুতর আহত হন ১০-১২ জন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান ২ জন মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, "বাসটি উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস কাজ করছে। আহতদের খোঁজখবর ও চিকিৎসার জন্য এনডিসিকে মেডিকেলে পাঠানো হয়েছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, "সাতক্ষীরার নলতা থেকে একটি পিকনিকের বাস পটুয়াখালীর কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিল। বাসটি নগরীর খানজাহান আলী (রূপসা) সেতু পার হয়ে খুলনা-বাগেরহাট, মংলা সড়কের জাবুসা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে জহুরুল ও খোকন মারা যায়।"
বিডি-প্রতিদিন/ ৬ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১২