রাজধানীর উত্তরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হকিস্টিকের আঘাতে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। নিহত সেই স্কুলশিক্ষার্থীর নাম আদনান (১৫)। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান বলেন, "হকিস্টিকে জখম হওয়ার পরপরই স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় আদনানকে। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
তিনি আরও বলেন, "আদনান উত্তরা ১২ নম্বর সেক্টরে থাকতো এবং ওই এলাকার একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।"
বিডি-প্রতিদিন/ ৬ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-২০