গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নাশকতাসহ একাধিক মামলার আসামি ভোদু মনির নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলিসহ এক সহযোগীকে আটক করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন জানান, "গেল রাত আড়াইটার দিকে পশ্চিম ল²ীপুরা এলাকায় ৬-৭ জন অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালাতে থাকে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে ভোদু মনির গুলিবিদ্ধ অবস্থায় মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৪ রাউন্ড গুলিসহ ভোদু মনিরের অপর সহযোগী আনোয়ারকে আটক করে। নিহত ভোদু মনির এলাকার তালিকাভূক্ত সন্ত্রসাী উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা বলেন, তার নামে নাশকতা, অগ্নিসংযোগসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এসময় ডিবি পুলিশের ওসি মো. আমির হোসেনসহ দুই জন আহত হয়।"
বিডি-প্রতিদিন/ ৯ ডিসেম্বর, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-৪