রাজধানীর সবুজবাগের কুসুমবাগে আজ ভোর সাড়ে ৫ টার দিকে গলায় ফাঁস দিয়ে জয়নব আক্তার জনি (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি স্বামী সাহিন আক্তারের সঙ্গে কুসুমবাগে একটি বাসায় ভাড়া থাকতেন। নিজেদের মধ্যে কলহের জের ধরে জয়নব আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর গৃহবধূর ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে সবুজ থানা পুলিশ।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার