রোহিঙ্গা পরিস্থিতিসহ দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনার জন্য মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির বিশেষ দূত হিসেবে ঢাকায় এসেছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী উ চ থিন।
মঙ্গলবার বিকালে নভো এয়ারের একটি ফ্লাইটে ঢাকা আসেন তিনি। উ চ থিন ৩ সদস্যের প্রতিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
মিয়ানমারের এই প্রতিনিধি দল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৬/মাহবুব