সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন, সার্কিট হাউজ প্রাঙ্গনে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও লাক্কাতুরা সরকারী উচ্চ বিদ্যালয়সহ ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সকালে সিলেট আদালত প্রাঙ্গনে এক অনুষ্ঠানে এসব প্রকল্পের উদ্বোধন করা হয়।
প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বার হল-৫ এর নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন- এ ভবন নির্মাণের ফলে আইনজীবীদের পেশাগত কার্যক্রমের দুর্ভোগ যেমন কমবে, তেমন বিচারপ্রার্থী লোকজনও এর সুফল ভোগ করবে।
এছাড়া শাহী ঈদগাহের মিনার কমপ্লেক্স, সিটি করপোরেশনের নির্মিত ৪টি সড়ক, বাদাঘাট পল্লী বিদ্যুৎ সাব স্টেশন, জালালাবাদ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের উদ্বোধন করেন অর্থমন্ত্রী।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৭/হিমেল