বরিশাল নগরীর সাগরদী এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সরকারি বাসভবনের পেছনের একটি বাসা থেকে নেশাজাতীয় ৭শ’ পিস ইনজেকশনসহ লাভলী বেগম নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। মৃঙ্গলবার বিকেলে আটক লাভলী ওই এলাকার মজিবুর রহমান পিন্টুর স্ত্রী। পিন্টু গণপূর্ত বিভাগের কর্মচারী।
নগর গোয়েন্দা পুলিশের এসআই হেলালুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পিন্টুর বাসায় অভিযান চালান তারা। এ সময় বাসা তল্লাশী করে জি-মরফিন, সেডিল ও ফেনারেস্কসহ নেশাজাতীয় ৭শ’ পিস ইনজেকশন এবং ইনজেকশন বিক্রির প্রায় ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয় লাভলীকে। লাভলী দীর্ঘদিন ধরে নেশা জাতীয় ইনজাকশন বিক্রি করে আসছিলো বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় লাভলীর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছন এসআই হেলালুজ্জামান।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৭/হিমেল