রাজশাহী মহানগরীতে মঙ্গলবার রাত ১১টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৮ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেন।
বোয়ালিয়া মডেল থানা ১২ জন, রাজপাড়া থানা ১৪ জন, মতিহার থানা ১৭ জন, শাহ মখদুম থানা দুই জন আটক করে। এছাড়াও ডিবি পুলিশ দুই জনকে আটক করেছে বলেও জানান ইফতে খায়ের আলম।
আটকদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশর ওই ঊর্ধ্বতন কর্মকর্তা।