চট্টগ্রাম কাস্টম হাউস থেকে আবারও দুই ফালতুকে (বহিরাগত) আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্মকর্তারা।
বুধবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা হলেন-মো. আজগর আলী ও মোহাম্মদ ওবায়দুন্নবী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাস্টম হাউসের শুল্কায়ন সেকশন-৩ ও হিসাব শাখায় কাজ করতো বলে স্বীকার করেছে তারা। এর আগে গত ১৬ নভেম্বর চারজন বহিরাগতকে আটক করেছিল শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
অন্যদিকে বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ বিভিন্ন অপরাধে তিনটি লাইটার জাহাজকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমাণ আদালত। এছাড়া আরো পাঁচটি লাইটার থেকে ৭ লাখ ৮২ হাজার টাকা বকেয়া আদায় করা হয়।
বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দরের নির্বাহি ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন।