রাজধানীর শান্তিনগরে বাসায় ঢুকে এক আওয়ামী লীগ নেতার মাকে গুলি করেছে সন্ত্রাসীরা। আওয়ামী লীগ নেতার নাম আলী রেজা খান।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে শান্তিনগরের চামেলীবাগে ৩৩ নম্বর বাড়ির ছয়তলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আলী রেজা খান ওই বাসায় পরিবার নিয়ে থাকেন। বুধবার মাগরিবের নামাজের সময় সেখানে সন্ত্রাসীরা হামলা চালায়।
এ বিষয়ে আলী রেজা খান জানান, সন্ধ্যা ৬টার দিক দু-তিনজন লোক তার বাসার কলবেল চাপে। দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। তিনি বলেন, ‘তাদের গুলিতে আমার মা শারমিন সুলতানা (৬৫) আহত হয়েছেন।’ ঘটনার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা আলী রেজা খানের বাসায় এ ঘটনা ঘটেছে।
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৭/ সালাহ উদ্দীন