রাজধানীর মালিবাগ মোড়ে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সাবিনা বেগম (৫০) নামে নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রমনা থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা।
নিহত সাবিনার গ্রামের বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলার পশ্চিম জামালপুর গ্রামে। বর্তমানে তিনি রমনা মীরবাগ এলাকায় ভাড়া বাসায় থেকে গৃহকর্মীর কাজ করতেন বলে জানান তার মেয়ে হাসিনা।
গোলাম মোস্তফা বলেন, সকালে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৭/মাহবুব