চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকা বিলাসবহুল প্রাডো গাড়িতে করে ইয়াবা পাচারের সময় মোশাররফ (৩৫) নামে এক যুবককে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রেজাউল মাসুদ বলেন, বিলাসবহুল প্রাডো গাড়িতে করে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসছিল ওই যুবক। নিজেই গাড়িটি চালিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছিল সে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। মোশাররফের বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলায়।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৭/সালাহ উদ্দীন