সিলেটে শ্রদ্ধানিবেদনের মাধ্যমে স্মরণ করা হয়েছে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বুদ্ধিজীবীদের। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে নগরীর চৌহাট্টাস্থ স্মৃতিসৌধে শ্রদ্ধাজানাতে ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের।
দিবসটি উপলক্ষে সকাল ৯টা থেকে নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, সিলেট সিটি করপোরেশন, মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাসদ, বাসদ (মার্কসবাদী), ওয়ার্কার্সপার্টি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মেট্টোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটিসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভারও আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম