রাজধানীর মহাখালী থেকে তামিম চৌধুরীর সেকেন্ড ইন কমান্ডসহ নব্য জেএমবি’র তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
তারা হচ্ছে- আবদুস সামাদ ওরফে আরিফ মামু ওরফে আশিক, সামাদের শ্বশুর জিয়াদুল ইসলাম ও মো. আজিজুল ইসলাম ওরফে মেহেদী হাসান ওরফে শিশির। এর মধ্যে সামাদ নব্য জেএমবি’র প্রতিষ্ঠাতা সদস্য এবং অন্যতম প্রতিষ্ঠাতা তামিম চৌধুরীর ‘সেকেন্ড ইন কমান্ড’ ছিল বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২০০টি ডেটোনেটর, একটি নাইন এমএম পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিডিপ্রতিদিন/ ১৫ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান