রাজধানীর উত্তরখানে মো. ছিমরান (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তুরাগের উজামপুর ঘাটে ভাসমান একটি নৌকার পাটাতন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ছিমরান উত্তরখান ইউনিয়নের উজামপুর এলাকার দিনমজুর নাসির উদ্দিনের ছেলে। তাকে গলাটিপে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। ফলে এ ঘটনায় জড়িত সন্দেহে ওই শিশুর সৎ ভাই বাপ্পিকে (২২) আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে উত্তরখান থানা ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন খান জানান, ছিমরান তার পরিবারের সঙ্গে উজ্জামপুর এলাকায় থাকতো। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের মা সুফিয়া বেগম উত্তরখান থানায় একটি মামলা করেছেন।
বিডি প্রতিদিন/১৫ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম