রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ত্রি-বার্ষিক নির্বাচনে বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান কাজী শাহেদ আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সানশাইনের প্রধান প্রতিবেদক ইলিয়াস আরাফাত। কাজী শাহেদ ৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিটিভির স্টাফ রিপোর্টার রাশেদ রিপন পেয়েছেন ১৮ ভোট।
এছাড়া সহ-সভাপতি বাংলানিউজ টোয়েন্টিফোরের সিনিয়র করসপনডেন্ট শরীফ সুমন, যুগ্মসম্পাদক পদে সময় টিভির স্টাফ রিপোর্টার সাইফুর রহমান রকি ও সদস্য পদে মিজানুর রহমান টুকু নির্বাচিত হয়েছেন।
কোষাধ্যক্ষ পদে সরকার দুলাল মাহবুব বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। অন্য দুই সদস্য জনাব আলী ও সামাদ খানের ভোট সমান হওয়ায় তার ভাগাভাগি করে দায়িত্ব পালন করবেন।
রাজশাহী মহানগরীর বরেন্দ্র মহাবিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়। চলে বেলা ৩টা পর্যন্ত। আরইউজের ৬১ জন ভোটারের মধ্যে ৬০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন