রাজধানীর মিরপুরে বাসের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। তার নাম শামীম হোসেন, বয়স ২৫ বছর। এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে। রবিবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, মিরপুর-১ এর তানিন ভবনের সামনে রিকশা চালিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত হন শামীম। পরে পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় আমানত খান হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, ঘাতক বাস জব্দ ও চালক সোহেল রানাকে (২৪) আটক করা হয়েছে।
শামীম শরীয়তপুর গোসাইরহাট উপজেলার ইউসুফ গাইনের ছেলে।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ