রামপুরার মহানগর প্রজেক্ট এলাকায় সাবেক কেনিয়ান ফুটবল খেলোয়ার বালাক (৩৪) এর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাত ৯টার দিকে রামপুরার ডি ব্লকের তিন নম্বর রোডের চারতলা বাড়ির নীচতলা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
পরে রাত পৌনে ২টার দিকে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, কেনিয়ার খেলোয়াড়ের মরদেহটি ঢাকা মেডিকেলের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/ ০৪ জানুয়ারি, ২০১৮/ ই জাহান