সিলেটে নিজদলের ক্যাডারদের হামলায় ছাত্রলীগকর্মী তানিম খান হত্যাকাণ্ডের প্রতিবাদে মুরারি চাঁদ (এমসি) ও সরকারি কলেজে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রলীগ।
হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে সোমবার এমসি কলেজের সামনে সিলেট-তামাবিল সড়ক অবরেধ করে বিক্ষোভ করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। পুলিশ সন্ধ্যা পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে।
গত রবিবার রাতে আধিপত্য বিস্তার নিয়ে নগরীর টিলাগড়ে নিজ দলের ক্যাডারদের হামলায় খুন হন তানিম খান নামের এক ছাত্রলীগ কর্মী। সে সিলেট সরকারি কলেজের স্নাতকের ছাত্র এবং জেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক রণজিত সরকার অনুসারী ছাত্রলীগ কর্মী। এই হত্যাকাণ্ডের জন্য তানিমের সহকর্মীরা মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদের অনুসারি জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরীর নেতৃত্বাধীন ছাত্রলীগের গ্রুপের নেতাকর্মীদের দায়ি করছেন। তাদের অভিযোগ রায়হানের নেতৃত্বাধীন গ্রুপের ডায়মন্ড, সাদিকুর রহমান আজলাসহ কয়েকজন ক্যাডার হামলা চালিয়ে ছুরিকাঘাত করে তানিমকে খুন করেছে।
হত্যাকান্ডের প্রতিবাদে সোমবার থেকে এমসি ও সিলেট সরকারি কলেজে অনির্দিষ্টকালের ছাত্রধর্মঘটের ডাক দেয় ছাত্রলীগ। ধর্মঘটের কারণে আজ কলেজ দু’টিতে কোন ক্লাস অনুষ্ঠিত হয়নি। উদ্ভুত পরিস্থিতিতে এমসি কলেজের স্নাতক প্রথম বর্ষের আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে আজ সকাল ১০টা থেকে এমসি কলেজের সামনে সিলেট-তামাবিল সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। অবরোধ শেষে তারা এমসি কলেজ খেলার মাঠে কাউন্সিলর আজাদের নামে চলমান ক্রিকেট টুর্নামেন্টে হামলা চালায়। এসময় তারা ক্রিকেট টুর্নামেন্টের জন্য নির্মিত অস্থায়ী মঞ্চ ভেঙে ফেলে।
এদিকে, আজ বিকেলে নিহত তানিম খানের দাফন তার গ্রামের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গায় সম্পন্ন হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় আজ সন্ধ্যা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে নিহতের স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন শাহপরাণ থানার ওসি আখতার হোসেন। হত্যাকাণ্ডের ঘটনায় আজ পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো - ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন ডায়মন্ড, জাকির হোসেন, আবিদ আহমদ ও রুয়েল আহমদ। তাদেরকে আদালতে হাজির করে আজ কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন