সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ পরীক্ষা নিয়ে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংকে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় ব্যাংকার্স সিলেকশন কমিটি এবং ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
গত শুক্রবার ব্যাংক সিলেকশন কমিটির অধীনে ৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় একটি কেন্দ্র স্থগিত এবং কয়েকটি কেন্দ্রে অব্যবস্থাপনার অভিযোগ উঠে। এরপর চাকরিপ্রার্থীদের একাংশ গতকাল রবিবার বিক্ষোভ করে।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৭/মাহবুব