নাশকতার মামলায় খুলনা মহানগর বিএনপির নেতা মাসুদ পারভেজ বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মহানগরীর টুটপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাসুদ পারভেজ বাবু খুনলা মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, বিএনপি নেতা মাসুদ পারভেজ বাবুর বিরুদ্ধে নাশকতার চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৬ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম