নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় হকারদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন। বর্তমানে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
শহরের ফুটপাত দখলকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল ৫টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকালে হকারদের এক গ্রুপ ফুটপাত দখল করতে এলে নগরবাসীসহ হকারদের অপর গ্রুপ এতে বাধা দেন। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে এ অর্ধশতাধিক আহতের ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/১৬ জানুয়ারি, ২০১৮/মাহবুব