স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সীমানা নির্ধারণ সংশ্লিষ্ট জটিলতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচন আটকে গেলেও করপোরেশনের কাজে কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।
বুধবার হাইকোর্টে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল স্থগিত করে আদেশ দেওয়ার পর সচিবালয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
একই সঙ্গে নির্বাচন যাতে শিগগিরই হয় সেজন্য নির্বাচন কমিশন সহযোগিতা চাইলে তাদের সঙ্গে বসা হবে বলেও জানান মন্ত্রী।
এর আগে, পৃথক দুই রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার সকালে ডিএনসিসির উপনির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৮/মাহবুব