সেশন চার্জ বৃদ্ধির প্রতিবাদ এবং ফি কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিএম কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। শনিবার সকাল ১০টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। পরে মিছিলটি কলেজের প্রথম গেট হয়ে অধ্যক্ষের প্রশাসনিক কার্যালয় চত্তরে গিয়ে অবস্থান নেয়। এসময় শিক্ষার্থীরা সেশন চার্জ কমানোর দাবিতে নানা শ্লোগান দেয়। একই সাথে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সেশন চার্জ বৃদ্ধির দাবি নিয়ে অধ্যক্ষের সাথে দেখা করেন। অধ্যক্ষ এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে এক দিনের সময় নেন।
আন্দোলনকারী শিক্ষার্থী আবদুল্লাহ আল নাঈম জানান, ২০১৪ সালে তারা যখন প্রথম বর্ষে ভর্তি হন তখন সেশন চার্জ ছিল ১ হাজার ৯শ’ ৫ টাকা। এরপর প্রতি বছর সেশন চার্জ বৃদ্ধি করা হয়। এখন চতুর্থ বর্ষে তাদের সেশন চার্জ দাবি করা হচ্ছে ২ হাজার ৯শ’ ৫ টাকা। হঠাৎ করে ১ হাজার টাকা ফি বৃদ্ধি করায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। অধ্যক্ষ সেশন চার্জ না কমালে লাগাতার আন্দোলনে যাবে শিক্ষার্থীরা।
এদিকে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমান সিকদার বলেন, তারা কোনো বর্ষের সেশন চার্জ বৃদ্ধি করেননি। শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন