গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রচারণায় নেমে কয়েক দফা হামলা মুখে পড়েন ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী আফরোজা আব্বাস। অভিযোগের তির ছিল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরীর কর্মীদের দিকে। তবে নির্বাচনের পরে সেই তিক্ততা ভুলে সম্প্রীতির পরিবেশ সৃষ্টিতে এগিয়ে এলেন এই আসনে বিজয়ী সাবের হোসেন চৌধুরী।
মঙ্গলবার বিকালে আফরোজা আব্বাসের শাহজাহানপুরের বাসায় যান সাবের হোসেন। তখন অবশ্য বাসায় ছিলেন না আফরোজা আব্বাস। তবে বাসায় থাকা তার স্বামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে প্রায় ৪০ মিনিট সময় কাটান এবং এলাকার উন্নয়নে একযোগে কাজ করতে আব্বাসপত্নীর প্রতি আহ্বান রেখে আসেন সাবের হোসেন।
শুধু তাই নয়, এরপর ফেরার পথে সাবের হোসেন চৌধুরীকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন মির্জা আব্বাস। সবশেষে, হাসিমুখেই হাত মিলিয়ে সাবের হোসেন চৌধুরীকে বিদায় জানান বিএনপির জ্যেষ্ঠ এই নেতা।
বিডি-প্রতিদিন/০২ জানুয়ারি, ২০১৯/মাহবুব