আশুলিয়ায় বালুবাহী একটি ট্রাকের চাপায় রিকশাচালক ও এক পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। তাদেরকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের ইটখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতদের মধ্যে পথচারী মৌসুমি আক্তারের (২২) নাম পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে আশুলিয়া থেকে বালুবাহী একটি ট্রাক বাইপাইলের উদ্দেশ্যে রওনা দেয়। পরে ট্রাকটি বাইপাইল-আব্দুল্লাপুর মহাসড়কের ঘোষবাগের ইটখোলা এলাকায় এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর দাড়িয়ে থাকা রিক্সাচালক ও পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিক্সার চালক নিহত হয়। এছাড়াও গুরুত্বর আহত অবস্থায় আরো চার জনকে উদ্ধার করে পাশের নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৌসুমি আক্তার নামের এক নারীকে মৃত ঘোষণা করেন। পরে আহত তিন পথচারীর অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে সেখান থেকে রেফার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. এসবে আবু জাফর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে নিয়ে আসা হলে এদের মধ্যে একজন পথেই মারা যায়। এছাড়াও অন্যদের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ রিজাউল হক দিপু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে বলেও তিনি জানান। আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
বিডি প্রতিদিন/হিমেল