রাজধানীর ভাটারায় মিনা আক্তার (২৫) নামের এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এরপর যথাযথ আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মিনা আক্তারের স্বামী সোহেল রানা। তিনি ডিএমপির ভাটারা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। তাদের একটি সন্তান রয়েছে।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আল-ইমাম রাজন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ কর্মকর্তা সোহেলের সোলমাইদের বাসা থেকে মিনার মরদেহ খাটের উপর থেকে উদ্ধার করা হয়। নিহত নারীর গলায় দাগ দেখা গেছে। তার স্বামীর কাছে জানতে পেরেছি তিনি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তিনি আরও জানান, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির হয়। একপর্যায়ে তার স্ত্রী পাশের রুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/০৫ জানুয়ারি, ২০১৯/মাহবুব