ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজকে দু'টি মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। বুধবার দুপুরে হাইকোর্টের নির্দেশে আদালতে আত্মসমর্পণ করলে অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ মাকসুদা পারভীন ও সন্ত্রাস দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মুজিবুর রহমান এ আদেশ প্রদান করেন।
সাইফুল ইসলাম ফিরোজ বর্তমানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। আসামিপক্ষের আইনজীবী এড. উজ্জ্বল হোসেন ও এড. বাদল ব্যাপারী জানান, রমনা মডেল থানার দু'টি মামলায় হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করেন সাইফুল। আদালত জামিন না মঞ্জুর করে সাইফুল ইসলাম ফিরোজকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার