একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ প্রচারণা, জনমত গঠন ও সর্বশেষ নৌকা ও মহাজোট প্রার্থীদের নিরঙ্কুশ বিজয়ে ঢাকা দক্ষিণ যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীকে ব্যতিক্রমী ধন্যবাদ জানাচ্ছেন সংগঠনের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।
থানা, ওয়ার্ড এবং ইউনিট কমিটির সর্বস্তরের নেতাদের ডেকে একত্রিত করে মতবিনিময় সভার মাধ্যমে দলের জন্য পরিশ্রম করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন তিনি। একই সঙ্গে আগামীতেও যে কোনো ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার নিদের্শ দিচ্ছেন সম্রাট।
এজন্য তিন-চারটি থানার সর্বস্তরের কমিটির নেতাদের একত্রে ডেকে বর্ধিত সভা করছেন। এ পর্যন্ত চারটি সভা শেষ হয়েছে। সম্রাট নিজে করার পাশাপাশি অন্যদের দায়িত্ব দিয়েছেন তৃণমূল নেতাকর্মীদের ধন্যবাদ দেওয়া এবং কৃতজ্ঞতা জানাতে।
দায়িত্বপ্রাপ্ত নেতা ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ বলেন, যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের নির্দেশে আমরা কয়েকটি টিমে ভাগ হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যারা নৌকা বা মহাজোটের প্রার্থীদের জন্য কাজ করেছেন, তাদের ডেকে ধন্যবাদ দিচ্ছি। তাদের মনের কথাগুলো শুনছি। ইতোমধ্যে ১২টি থানার সর্বস্তরের নেতাকর্মীর সঙ্গে বৈঠক শেষ করেছি। আগামী চার দিনের মধ্যে দক্ষিণের সর্বস্তরের নেতাকর্মীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো।
আরেক নেতা ও দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মাকসুদ বলেন, সংগঠনের সভাপতির নির্দেশে আমরা সর্বস্তরের নেতাকর্মীকে ধন্যবাদ জ্ঞাপন করছি, একই সঙ্গে আগামী ১৯ জানুয়ারি আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের কারণে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় যোগদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
এ প্রসঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, যুবলীগের সর্বস্তরের নেতাকর্মী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে কোনো নিদের্শনা বাস্তবায়নে সদা প্রস্তুত থাকেন। নির্বাচনের আগে প্রতিটি থানা ও ওয়ার্ড পর্যায়ে বর্ধিত সভা করে নির্দেশ দিয়েছিলাম নৌকা ও মহাজোটের প্রার্থীদের পক্ষে কাজ করতে। নেতাকর্মীরা তাই করেছেন। রাতদিন পরিশ্রম করে ঢাকার প্রতিটি আসনে নৌকা ও মহাজোটের প্রার্থীকে বিজয়ী করেছেন। সে কারণে সবাইকে ডেকে একত্রিত করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। যাতে করে ভবিষ্যতে আরও বেশি আগ্রহ নিয়ে তারা কাজ করেন। অনেকেই কাজ শেষ হয়ে গেলে কর্মীদের খবর রাখেন না, কিন্তু যুবলীগ তার ব্যতিক্রম। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর নির্দেশে সবাইকে উজ্জীবিত করতে ধন্যবাদ দিচ্ছি।
রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করেন, কাজ শেষে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানানো ব্যতিক্রমী এক উদ্যোগ। এতে করে নেতাকর্মীদের দায়িত্ব আরও বেড়ে যায়। কাজে উৎসাহ পায়। এমন কর্মকাণ্ড সব সংগঠন এবং এমপি-মন্ত্রীদের করা উচিত।
বিডি প্রতিদিন/এনায়েত করিম