সাভারে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তোভোগী ওই নারী সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। এই ঘটনায় এরই মধ্যে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুই জনকে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করে করা হয়েছে।
শনিবার গভীর রাতে সাভারের কাউন্দিয়া এলাকায় এই গণধর্ষণের ঘটনা ঘটে। কাউন্দিয়া এলাকার বখাটে যুবক রায়হান ও আলামিন। এই ঘটনার সঙ্গে জড়িত আরও ২ জন এখনও পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মুদি দোকানদার আরিফুল ইসলাম তার স্ত্রীসহ রাত ১২টার দিকে বাসার সামনে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় রায়হান ও আলামিনসহ আরও ৪ বখাটে যুবক তাদের মুখ বেঁধে একটি নির্জন জায়গায় তুলে নিয়ে যায়। এসময় তারা আরিফুল ইসলামকে হাত পা বেঁধে রেখে পালাক্রমে তার সামনে স্ত্রীকে গণধর্ষণ করে। এবং মোবাইল ফোনে ভিডিও ফুটেজ ধারন করে ও ভয় ভিতি দেখিয়ে তাদের ছেড়ে দেয়। সকালে নির্যাতিতা গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়লে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ ঘটনায় নির্যাতিতা রবিবার ভোরে রাতে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে কাউন্দিয়া এলাকা থেকে প্রধান অভিযুক্ত রায়হানসহ আলআমিনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তবে পলাতক আরও ২ জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আটক সেই দুইজন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবাদনবন্দি দিতে রাজি হলে রবিবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর