রাজধানীর গুলশানে ভয়াবহ জঙ্গি হামলার দুই পলাতক আসামির মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
শনিবার দিবাগত রাত ১টার দিকে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় ঢাকামুখী একটি বাস থেকে সন্দেহভাজন হিসেবে প্রথমে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করে র্যাব নিশ্চিত হয় যে, তিনি হলি আর্টিজান মামলার পলাতক আসামি মামুনুর রশিদ রিপন।
মামুনুর রশিদ রিপন ওরফে রেজাউল করিম ওরফে রেজা নব্য জেএমবির একজন প্রথম সারির নেতা। তিনি শনিবার হালুয়াঘাট থেকে ঢাকার দিকে আসছিলেন।
বিডি প্রতিদিন/কালাম