রাজধানীর বাড্ডার আফতাবনগরে একটি বাসায় এসি থেকে আগুন লেগে স্বপ্নীল আহমেদ পিয়াস (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বাসার ১০ম তলায় আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্বজনদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) বাচ্চু মিয়া, স্বপ্নীল আহমেদ পিয়াস বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নুর ছেলে। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পরীক্ষা দিয়েছেন। পুলিশসহ স্বজনরা আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আরাফাত