বরিশালের শীতার্ত মানুষের জন্য তহবিল সংগ্রহ করছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বিজ্ঞান আন্দোলন মঞ্চ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে তহবিল সংগ্রহের উদ্বোধন করেন জেলা বাসদ সদস্য সচি ডা. মনিষা চক্রবর্তী। এ সময় ছাত্রফ্রন্ট এবং বিজ্ঞান আন্দোলন মঞ্চের নেতারা উপস্থিত ছিলেন।
ডা. মনিষা চক্রবর্তী জানান, তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। শীতার্ত মানুষের জন্য সরকারী সহায়তা অপ্রতুল। এ কারণে নগরীর বিভিন্ন বস্তিবাসীর মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। শীতবস্ত্র কেনার জন্য অর্থ সংগ্রহের কাজ চলছে।
বিডি প্রতিদিন/ফারজানা