বরিশালের সব বিসিএস কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। শুক্রবার জেলা প্রশাসক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ জানুয়ারি শনিবার থেকে ৮ জানুয়ারি (বুধবার) পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়ন্ত্রিত ৪০তম বিসিএস পরীক্ষার আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ বরিশাল কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ সময়ের মধ্যে কোনো বিসিএস কোচিং সেন্টারের কার্যক্রম চলমান পাওয়া গেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন