প্রায় এক মাস ধরে নিখোঁজ বরিশাল নগরীর মমতাজ মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী বৈশাখী দাস। এ ঘটনায় বৈশাখীর বাবা কৃষ্ণ দাস নগরীর কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি করলেও পুলিশ তার মেয়েকে উদ্ধারে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।
পুলিশের উদাসিনতার কারণেই বৈশাখীকে উদ্ধার করা হচ্ছে না বলে অভিযোগ পরিবারের।
কাউনিয়া থানায় করা সাধারণ ডায়েরিতে (জিডি নং-৩৫৮) উল্লেখ করা হয়, গত ১০ ডিসেম্বর বিকেলে কাউনিয়া ক্লাব রোডের বাসা থেকে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশে বের হওয়ার পর থেকে বৈশাখী নিখোঁজ হয়। সম্ভাব্য সকল স্থানে খুঁজেও বৈশাখীর সন্ধান পাওয়া যায়নি।
স্বজনদের অভিযোগ, প্রতিবেশী প্রভাবশালী পরিবারের এক যুবক বৈশাখীকে ফুঁসলিয়ে নিয়ে গেছে। পুলিশকে সে তথ্য জানানো হয়েছে। কিন্তু তারপরও বৈশাখীকে উদ্ধারে পুলিশের তেমন আগ্রহ নেই।
তার বাবা কৃষ্ণ দাস অভিযোগ করেন, জিডির তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার উপ-পরিদর্শক আবুল বাশারের কাছে গেলে তিনি শুধুই আশ্বাস দিয়ে যাচ্ছেন। পুলিশ আদৌ তাকে উদ্ধারে আন্তরিক নয় বলে দাবী কৃষ্ণ দাসের।
এ ব্যাপারে কাউনিয়া থানার উপ-পরিদর্শক আবুল বাশার বলেন, বৈশাখীর মুঠোফোন ট্রাক করে তার অবস্থান পিরোজপুরের স্বরূপকাঠীতে পাওয়া যায়। একটি মুঠোফোন নম্বর দিয়ে বৈশাখী তার স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখছে। কিছু কারিগরি সমস্যার কারণে বৈশাখীর প্রকৃত অবস্থানের স্থান নিশ্চিত হওয়া যাচ্ছে না। দ্রুততম সময়ের মধ্যে এ সমস্যার সমাধান করে বৈশাখীকে উদ্ধার করা সম্ভব হবে বলে প্রতিশ্রুতি দেন উপ-পরিদর্শক আবুল বাশার।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন