যে যেকোন দুর্যোগ পরিস্থিতি জরুরিভাবে মোকাবেলা, অনুসন্ধান ও উদ্ধার অভিযান সক্ষমভাবে পরিচালনার জন্য আলাদা বিভাগ গঠন করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে চলতি অর্থবছরে গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় গৃহনির্মাণ ব্যয় বাবদ বাজেট বৃদ্ধির সুপারিশ করা হয়।
এছাড়া সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের ভাষাণচর ও কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা করার সুপারিশ করা হয়।
সংসদ ভবনে রবিবার অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অষ্টম বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম। ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং, মজিবুর রহমান চৌধুরী ও কাজী কানিজ সুলতানা অংশগ্রহণ করেন।
বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সংশ্লষ্টি কর্মকর্তারা উপস্থতি ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম