রাজধানীর কুর্মিটোলাতে বাস থেকে নামার পর অজ্ঞাত ব্যক্তির দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে জানা গেছে। পরে ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
রবিবার সন্ধ্যার পর রাজধানীর কুর্মিটোলা এলাকায় এ ঘটনা ঘটে।
ওই ছাত্রীর বরাত দিয়ে গাইনি ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, কুর্মিটোলা এলাকায় বিশ্ববিদ্যালয়ের গাড়ি থেকে নামার পর এক যুবক তার মুখ চেপে ধরে জোরপূর্বক পাশের এক নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। জ্ঞান ফেরার পর ওই ছাত্রী নিজেই কুর্মিটোলা হাসপাতালে যান। পরে তার বন্ধুরা খবর পেয়ে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সামাজিক অনুষদের ডীন ড. সাদেকা হালিমসহ কয়েক জন শিক্ষক ওই ছাত্রীকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তারা এ ঘটনার নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, রাতে ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়েছিল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন